bill gates recommended books

বিল গেটসের মতে অবশ্যই পড়া উচিত এমন ১৫ টি বই

গ্রহের অন্যতম শীর্ষ ধনী হওয়ায় বিল গেটস সব সময় থাকেন আলোচনায়। মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। নিজের চেষ্টায় এসেছেন আজকের পর্যায়ে। 

বর্তমান বিশ্বের সবচেয়ে সম্পদশালী এই ব্যক্তির জীবন ও কর্ম উদ্দীপ্ত করে অসংখ্য তরুণকে। তাঁর লেখা বই আলোড়ন তোলে দুনিয়াব্যাপি। 

কেবল শ্রেষ্ঠ উদ্যোক্তা কিংবা লেখক হিসেবেই নন, মননশীল পাঠক হিসেবেও তিনি সুবিদিত।  

সম্প্রতি এই আলোচিত ব্যক্তি প্রকাশ করেছেন সবার পড়া উচিত এমন ১৫ টি বইয়ের নাম। সেই বইগুলি নিয়েই এই লেখনী।

 

১. লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট

লেখক : পিটার বাফেট

এই পিটার বাফেট হচ্ছেন বিশ্বখ্যাত ধনী ওয়ারেন বাফেটের পুত্র। জীবনের নানা প্রতিকূলতা জয়ের শিক্ষা আছে বইটিতে। বিল গেটস তাই একে রেখেছেন তালিকায় সবার ওপরে। বইটির দামও বেশি নয়। মাত্র ২২ ডলার। ঘুরে দাঁড়ানোর শিক্ষা পেতে বইটির পাঠ জরুরি।

 

২. হোয়ার গুড আইডিয়া’স কাম ফ্রম

লেখক : স্টিভেন জনসন

আধুনিক যুগ উদ্ভাবনের যুগ। নতুন একটি আইডিয়া পাল্টে দিতে পারে জগতকে। উল্লিখিত বইটিতে সে কথাই তুলে ধরেছেন লেখক। নতুন চিন্তার উদ্ভাবন বিষয়ে আলোকপাত করা হয়েছে এই বইয়ে।

 

৩. মুনওয়াকিং উইথ আইনস্টাইন

লেখক : জসুয়া ফোর

অনেক কিছু আমরা ভুলে যাই। আবার মনে রাখি বহু বিষয়। বইটিতে এই বিষয়েই আলো ফেলা হয়েছে। বইটির পাঠ শেষে পাঠক ঋণী থাকবেন লেখকের কাছে।

 

৪. ট্যাপ ড্যান্সিং টু ওয়ার্ক

লেখক : ক্যারল লুমিস

কাজে মন বসানোর তরিকা আছে এই বইয়ে। পাঠ শেষে পাঠক পাবেন মনকে একাগ্র করার শিক্ষা। বিল গেটস তাই জরুরি মনে করেন বইটিকে।

 

৫. মেকিং দ্য মডার্ন ওয়ার্ল্ড 

লেখক : ভ্যাকলভ স্মিল

আমরা সবাই স্বপ্ন দেখি নতুন এক পৃথিবীর। কীভাবে তা সম্ভব? বইটিতে সেই বিষয়েই আলোকপাত করেছেন লেখক। তাই জরুরি এর পাঠ।

 

৬. দ্য সিক্সথ এক্সটিঙ্কশন

লেখক: এলিজাবেথ কোবার্ট

বিষয় ও ভাষাগত দিক থেকে সুলিখিত এই  বইটি জীবনে জোগাবে পরম প্রেরণা। পাঠ শেষে উদ্বুদ্ধ হবেন প্রতিটি পাঠক। দ্রুতই বইটির পাঠ জীবনে প্রভাব রাখবে, এমন আশা দুরাশা নয়।

 

৭. দ্য ম্যান হু ফিড দ্য ওর্য়াল্ড

লেখক : লিওন হেসার

পৃথিবীতে বহু সমস্যা আছে। তবে খাদ্যের সমস্যার চেয়ে বড় সংকট বুঝি আর কিছুই নয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমস্যা নিয়ে লেখক নতুন কিছু ধারণা উপস্থাপন করেছেন বইটিতে। পাঠকমাত্রই মোহিত হবেন বইয়ের পাঠ শেষে।

 

৮. দ্য রোজি প্রজেক্ট এ নোবেল

লেখক : গ্র্যাম সিমসিওন

দারুণ এক উপন্যাস এটি। গল্পের বাঁকে বাঁকে জীবনের অপূর্ণতার নানা দিক তুলে ধরেছেন লেখক। বিল গেটসের ভালো লাগার তালিকায় তাই স্থান করে নিয়েছে বইটি।

 

৯. দ্য গ্রেট গ্যাটসবে

লেখক :এফ স্কট ফিটজেরাল্ড

কর্মে, চিন্তায়, জীবনে ভীষণ প্রেরণার এ বই। শেখার আছে অনেক কিছু এই বই থেকে। বইটি পড়ে সময় বৃথা যাবে না পাঠকের।

 

১০. বিজনেস অ্যাডভেঞ্চারস: টুয়েলভ ক্লাসিক টেলস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ওয়াল স্ট্রিট

লেখক : জন ব্রুকস

অনেকের মতে, পৃথিবীর ভাগ্য নির্ধারণ হয় ওয়াল স্ট্রিট থেকে। পৃথিবীর সফল বাণিজ্য অধিপতিদের কারবার চলে এখানেই। উল্লিখিত বইয়ে সেই ওয়াল স্ট্রিটের সম্পর্কেই আলোকপাত করা হয়েছে। বাণিজ্যের খুঁটিনাটি বোঝার ক্ষেত্রে অসামান্য একটি বই।

 

১১. হাউ টু লাই উইথ স্ট্যাটেকটিস

লেখক : ড্যারেল হাফ

বর্তমান বিশ্বের বাণিজ্য, রাজনীতি, খেলা সব কিছুতেই জড়িয়ে আছে পরিসংখ্যান। নিখুঁত হিসেব-নিকেশ বাদে সফল হওয়া অসম্ভব। পরিসংখ্যানের নানা দিক আলোচনায় সমৃদ্ধ এই বই । তাই জরুরি এর পাঠ।

 

১২. স্যাপিয়েন্স: এ ব্রিফ হিস্ট্রি অফ ম্যান কাইন্ড 

 লেখক : ইউভাল নোয়াহ হারিরি

বহু বিবর্তনে আজকের পর্যায়ে এসেছে মানব সভ্যতা। আগামী দিনেও অব্যাহত থাকবে এই ধারা। প্রাচীন কাল থেকে বর্তমান সভ্যতার এই ক্রমবিবর্তনের ইতিহাস নিয়ে রচিত অনবদ্য এই বই পড়ে মুগ্ধ হবেন প্রতিটি পাঠক।

 

১৩. আউটলায়ার্স: দ্য স্টোরি অফ সাকসেস

লেখক : ম্যালকম গ্ল্যাডওয়েল

বহুভাবে মানুষ শেখে। বই পড়া এর অন্যতম। একটি বই বদলে দিতে পারে অনেক জীবন। উল্লিখিত বইটি সম্পর্কে বিল গেটসের মত এমনই।

 

১৪. দ্য বক্স

লেখক : মার্ক লেভিনসন

চিন্তার বাক্স আছে। বাক্স আছে দেখার, ভাবার, উপলব্ধি করার। সবচেয়ে দামী এখন আউট অব দ্যা বক্স থিংকিং। এই বিষয় সম্পর্কিত বিস্তারিত বর্ণনা আছে বইটিতে। বিল গেটসের বইটি ভালো লাগার মূল কারণ এটি। পাঠক ঋদ্ধ হবেন এই বই পড়ে।

 

১৫. হাউ নট টু বি রং: দ্য পাওয়ার অফ ম্যাথম্যাটিকাল থিংকিং

লেখক : জর্ডান অ্যালেনবার্গ

ভুল মানুষ করেই। আবার ভুল থেকেই শেখে। এভাবেই এগিয়েছে মানবজাতি। বইটিতে এই বিষয়েই আলোকপাত করেছেন লেখক।

 


আপনার পছন্দের যেকোনো বই কিনতে ভিজিট করুন : https://pbs.com.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *